বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের মোল্লারহাট বাজারে সরকারের বরাদ্ধকৃত নির্মান করা মোল্লারহাট বাজার ও মসজিদের টয়লেট ভেঙ্গে নিচ্ছে স্থানীয় হেফাজুত ড্রাইভার নামক ব্যক্তি। এমন অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার সকালে সরকারের নিলাম ছারা পাকা নির্মিত টয়লেট ভেঙ্গে নেয় তারা। ২০০৫ সালে সরকারী বরাদ্ধ কৃত টাকায় পাকা টয়লেট নির্মান করেন ঠিকাদার। মোল্লারহাট বাজার ব্যবসায়ী ও মসজিদ মুসল্লি ব্যবহার করে আসছিল ওই টয়লেটটি। স্থানীয়রা জানান, পাকা রাস্তাসংলগ্ন খাস জমিতে ২০০৫ সালে সরকারী বরাদ্ধের টাকায় টয়লেটটি নির্মান করেন ঠিকাদার। মোল্লারহাট বাজার ব্যবসায়ী ও মসজিদ মুসল্লিরা টয়লেটটি ব্যবহার করে আসছে। টয়লেট ভেঙ্গে ওই জমি দখল করতে মরিয়া স্থানীয় হেফাজুত ড্রাইভার নামক ব্যক্তি। মঙ্গলবার পাকা টয়লেটটি ভেঙ্গে নেওয়া শুরু করেন তারা। সরকারের বরাদ্ধ কৃত টাকায় নির্মিত টয়লেট কিভাবে ভেঙ্গে নিচ্ছে এমন প্রশ্ন? অনেকের। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Leave a Reply