বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক চেয়ারম্যানকে পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। জমি নিয়ে বিরোধের জেরধরে শুক্রবার সকালে গঙ্গাপুর ইউনিয়নের সিকদার চর নামক এলাকায় এ ঘটনা ঘটে। গঙ্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিকদার চর এলাকার জোনাব আলীর ছেলে আবু কালাম, ওমর আলী, ফারুক, আবুল খায়েরসহ অজ্ঞাত ১০ জন হামলা চালিয়ে গুরুতর আহত করে হত্যার চেষ্টা চালায় এমন অভিযোগ আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক চেয়ারম্যানের। তিনি অভিযোগ করে বলেন, পৌর ৩ নং ওয়ার্ডের তার বর্তমান বাসা থেকে শুক্রবার সকালে সিকদার চর নামক এলাকায় তার জমি ও গাছ দেখাশুনা করতে যায়। তিনি চেয়ারম্যান থাকাকালীন ওই জমিতে বৃক্ষরোপণ করেন। ওই জমি নিয়ে হামলাকারীদের সাথে বিরোধ চলমান রয়েছে। সেই সুত্রধরে সেখানে পূর্বপরিকল্পিত ভাবে ওতপেতে থাকা হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। একপর্যায় তার কাজের লোক এসে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা জানান, গঙ্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি বোরহানউদ্দিন সমবায় সমিতির লিঃ এর ৪ বার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ১২ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিভিন্ন সামাজিক কাজে কর্মরত আছেন তিনি। তবে হামলাকারীরা দুষ্ট প্রকৃতির লোক। সাবেক চেয়ারম্যানকে পূর্বপরিকল্পিত ভাবে পিটিয়ে আহত করে হত্যার চেষ্টা চালায় তারা।
অন্যদিকে আবুল কালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বোরহানউদ্দিন বাজারে চেয়ারম্যানের সাথে কুস্তি ধরেছি। সেখানে চেয়ারম্যান একটু আহত হয়েছে। তবে আমিও আহত হয়েছি। চেয়ারম্যানের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলমান আছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply