সিডনি নিউজে জরুরী নিয়োগ
সিডনি ডেক্সঃ- বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সফলতার সাথে সত্য সংবাদ প্রকাশে আস্থা অর্জন করেছে সিডনি নিউজ টোয়েন্টি ফোর । আগামীতে সাফল্যের লক্ষ্যে পথ চলা দৃঢ় করতে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে ,জেলা প্রতিনিধি ,থানা প্রতিনিধি,কলেজ ,বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি নিয়োগ করা হইবে ।
অস্ট্রেলিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত নিলয়ের খোঁজে – সত্যের সন্ধানে – সাথে আছি সব সময় , এই স্লোগান কে সামনে রেখে সিডনি নিউজ টোয়েন্টি ফোর এর পথচলা।
সাংবাদিকতার মত মহান পেশাকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সিডনি নিউজ টোয়েন্টি ফোরে যারা কাজ করতে আগ্রহী তারা সরাসরি ফোন অথবা মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল । বিশেষ করে আগ্রহী তরুন তরুনীদের কাজের সুযোগ দেয়া হবে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ যারা তাদেরকে অগ্রাধিকর দেয়া হবে ।
কাজ করতে আগ্রহীদের নূন্যতম এইচ এস সি সমমানের সার্টিফিকেট থাকা বাধ্যতা মূলখ অন্যাথায় কেউ আবেদন করতে পারবে না ।
উপদেষ্টা : কাজী মাইনুল ইসলাম সিরাজ।
প্রকাশক ও সম্পাদক:: আব্দুর রহিম হাওলাদার রাজু।
বার্তা সম্পাদক: তাওহিদা স্রাবন্য সুস্মিতা।
হেড অফিস : ১০৫ এ লিভারপুল স্ট্রিট, লিভারপুল N S W- 2170 সিডনি, অস্ট্রেলিয়া ।
বাংলাদেশ অফিস: অস্থায়ী কার্যালয়ঃ- নগর আঙ্গিনা শপ #২৫,৪৯৭, হোসেন মার্কেট, টঙ্গী, গাজীপুর ।
+৮৮০১৭১০-০৭৫২৯৫-৬, +৮৮০১৯১১৩৯৭০৬৭
Leave a Reply