আরিফ খান ঝালকাঠি জেলা প্রতিনিধি:- ঝালকাঠিতে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (ং-১২০৪৮) সদর উপজেলা শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ( ২৮ সেপ্টেম্বর ‘১৯) সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার মিলনায়তনে জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (ং-১২০৪৮) সদর উপজেলার সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃআসাদুজ্জামান খান, জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ সভাপতি মোঃ মামুনুর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন, সহ সভাপতি মেজবাউর রহমান, সহ সম্পাদক আশীষ সেন গুপ্ত, অর্থ সম্পাদক দেব দুলাল পাইক, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ আলম, প্রচার সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ।
এ সময় সহকারি শিক্ষক সমাজের ঝালকাঠি সদর উপজেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন এ দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। দক্ষ মানব সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দু প্রাথমিক শিক্ষা আর এর গুরুত্ব উপলব্ধি করেই স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ১৯৭৩ সালে দেশের ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। শ্রদ্ধাভরে স্বরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, আত্মীয় স্বজন যারা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট শহীদ হয়েছেন এবং ১৯৭১ সালে আত্মত্যাগী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, আর সেই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার ই ধারাবাহিকতায় ২০১৩ সালে জাতির পিতার সুযোগ্য কন্যা, মানবতার জননী, দেশরত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬,১৯২টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রাথমিক শিক্ষাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply