ঝরা বকুলে প্রাণাভিবাদন
ওহে মোর প্রাণসাথী!
আজিকে এই সুন্দর সকালে
তুমি হও অমরাবতী।
একমুঠো বকুল এনে দাও
হেরিবো তাতে প্রণয়
ও তো ফুল নয়, ও যে মোর
প্রেমের ছোঁয়া হৃদয়।
শরতের সকালে ঝরা বকুলে
তব ওষ্ঠযুগলের পরশ
পীরিতি না দাও, করে ছুঁয়ে দাও
বকুল-বিলাতে প্রাণরস।
ঝরা বকুল কুড়িয়ে আজি
গেঁথে দাও তাতে মালা
সে মালায় হেরিবো তোমায়-
মিটাতে বুকের জ্বালা।
স্নিগ্ধ সকালে মায়া বিলাতে
বকুল তলে তব আরতি
দূর-সুদূরে বিমুগ্ধ নিঃসঙ্গ কবি,
বকুলে পেয়ে শুভ নিয়তি।
একদিন ভুলিয়া শত ব্যঞ্জনা-
একসাথে কুড়াবো বকুল
চুলের সিঁথিতে ঝরা রঙ্গনমাল্যে
পরাবো তা, হয়ে ব্যাকুল।
Leave a Reply