ঈর্ষান্বিত মাতাল সময় , যৌবনের বেখাপ্পা হাসি
নগ্ন হস্তযুগলে করে না মিনতি ,
কে তুমি ডাকিনী আমায় ফুল দিলে
প্রেমের তরী ভাসানের সময় এখন নয় ।
” মনে কি পড়ে না লেবুপাতার গন্ধ ,
ফ্রকপরা বয়স নিয়ে হেসেছি দুজনে –
ভালোবাসা তখন বুঝি নি , এখন বুঝি
দেখো দেখো মেহেদি রাঙ্গানো হাত ভালোবাসা চায় ।”
অনাঘ্রাতা ফসলের গন্ধ চতুর্দিক
ঘামের লবণে পোড়ে মোমের শরীর
অন্ধ চোখ তা বুঝে না আমার , যত প্রেম দিয়ে
তুমি খুলেছো পাঠশালা , আমি দীক্ষা নিতে আসি নি কভু।
আমি নিজের ভেতর লুকিয়ে রাখি নগ্ন আমার হস্তযুগল
আমি মানুষ ছিলেম বুঝি , নিজেই আমি খুন করে যাই ,
নিজের ভেতর দিবা – রাত্রি , কেবল কল্পনার বেনো জলে সংসার
মাকড় জীবন জড়িয়ে ধরবে , অক্টোপাসের হাসি ।
লড়তে এসেছিলাম ,লড়ে গেলাম
রেখে গেলাম পৃথিবীতে দুটা পাথর শাসক আর শোষক কে চাপা দিতে
বঞ্চিত আর শোষিতরা স্বাক্ষর এঁকে দিবে একদিন
তারপর ঠাঁই নেবো ইতিহাসের পাতায় , তখন তুমি ই ভালোবেসো আমায় ।।
Leave a Reply