পল্টুর ভাই
করে খাই খাই
লোকটা অমন বেটে!
নাও দড়ি জাল
শাখা মগডাল
সব গেছে তার পেটে।
খাই খাই রোজ
করেনা তো খোঁজ
মা বাবা কোথায় তার।
নেই ভাই বোন
প্রাণের স্বজন
জ্বলে পুড়ে ছাড়খাড়।
বন নদী কূল
খেয়ে ফল মূল
নেই কোন তার দিশা।
হায় দুর্ভোগ
ভয়ে সব লোক
ঘুরছে মরন ভিসা।
Leave a Reply