নোটিশ :
জরুরী ভিত্তিতে সারাদেশে বিভাগীয় ব্যুরো প্রধান, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে সাংবাদিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে সিভি, জাতীয় পরিচয়পত্রের স্কান কপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবির সাথে নিজের লেখা একটি সংবাদ ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল :sidneynews24@gmail.com
শিরোনাম :
বোরহানউদ্দিনে গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষ্যে ইউএনও”র সংবাদ সম্মেলন বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাটে কোটি টাকার রাজস্ব আদায় হলেও  উন্নয়ননের রেশ নেই  বোরহানউদ্দিনে রাতে ককটেল বিস্ফোরণ “এলাকায় আতঙ্ক আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না: বিএনপি নেতারাই পালিয়ে যায়।রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক চেয়ারম্যানকে পিটিয়ে জখম। বোরহানউদ্দিনে অবৈধ ট্রাক্টর কেড়ে নিলো আরমানের জীবন বোরহানউদ্দিনে জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ বোরহানউদ্দিনে জমি দখল করতে সরকারি বরাদ্ধে নির্মিত বাজার ও মসজিদের টয়লেট ভেঙ্গে নিচ্ছে সাংবাদিকের কলমই পারে অপরাধীকে দাঁত ভাঙ্গা জবাব দিতে… প্রেসক্লাব সভাপতি অনু বোরহানউদ্দিনে শীত বস্ত্র বিতরণ করলেন ব্লাড ডোনার্স ক্লাব বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর প্রকাশ্য হামলা” ক্যামেরা ভাঙচুর বোরহানউদ্দিনে প্রকাশ্য বসতঘর দখল”তথ্য সংগ্রহ করতে গেলে ভিক্টিমসহ সাংবাদিকদের উপর হামলা প্রথম দিনেই টিকিট বিক্রির মেশিনে ত্রুটি, আটকে গেল টাকা বালিয়াকান্দিতে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কঁচি ইচ্ছের বাগান – সৈয়দ মুন্তাছির রিমন মঙ্গলগ্রহে ৪৬ ফুট উঁচুতে উড়ে রেকর্ড রিজার্ভ থেকে ডলার চায় এফবিসিসিআই টুইটারের সিইওর পদ ছাড়ছেন ইলন মাস্ক ব্যালন ডি’অরে মেসিই ফেভারিট, লেভার স্বীকারোক্তি
পাক-ভারত পরমাণু যুদ্ধে নিহত হবে ১০ লাখ লোক

পাক-ভারত পরমাণু যুদ্ধে নিহত হবে ১০ লাখ লোক

পাক-ভারত পরমাণু যুদ্ধে নিহত হবে ১০ লাখ লোক

সিডনি নিউজ ডেস্কঃ- ২০২৫ সাল। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা ভারতীয় পার্লামেন্টে হামলা করে অধিকাংশ নেতাকে হত্যা করেছেন। নয়াদিল্লি প্রতিশোধ নিতে আজাদ কাশ্মীরে ট্যাংক পাঠিয়েছে।

হানাদার বাহিনীকে হটাতে ইসলামাবাদ যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহার করেছে। ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে রূপ নিয়েছে এই যুদ্ধ। বৈশ্বিক তাপমাত্রা কমে এমন বিপর্যয়কর অবস্থায় চলে গেছে যে সর্বশেষ তুষার যুগেও যেটি দেখা যায়নি।

বুধবার প্রকাশিত নতুন একটি গবেষণাপত্রে এমন কল্পনাচিত্র তৈরি করা হয়েছে।

এতে তাৎক্ষণিকভাবে ১০ কোটি লোকের মৃত্যুর আশঙ্কা কথা জানিয়েছে। মিলিয়ন টনের কালো ঘন ঝুলে সূর্যের আলো এক দশকেরও বেশি সময় আটকে থাকায় ব্যাপকসংখ্যক লোককে ক্ষুধায় মরতে হবে।

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ গবেষণাটি করা হয়েছে। কাশ্মীর নিয়ে এর আগে তাদের কয়েকটা যুদ্ধ হয়েছে। তখন তাদের পরমাণু অস্ত্র না থাকলেও এখন তারা আণবিক অস্ত্রাগার ক্রমাগত সমৃদ্ধি করে যাচ্ছে।

বর্তমানে দেশ দুটির হাতে ১৫০টির মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ২০২৫ সাল নাগাদ এগুলোর সংখ্যা বেড়ে ২০০-এর কাছাকাছি পৌঁছাবে।

রাটগারর্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক আলান রোবোক বলেন, দুর্ভাগ্যবশত, এটা খুবই সময়োপযোগী। কারণ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই রয়েছে। প্রতিটি মাসেই সীমান্তে লোকজনের মৃত্যুর খবর শুনতে পাবেন আপনি।

সায়েন্স অ্যাডভানসেস সাময়িকীতে গবেষণাপত্রটির সহলেখক আলান রোবোক।

গত আগস্টে অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত সপ্তাহে জাতিসংঘে ঘোষণা দিয়েছেন, এই বিতর্ক পরমাণু যুদ্ধের দিকে গড়াতে পারে।

গত ফেব্রুয়ারিতে আকাশযুদ্ধে মুখোমুখি হয়েছিল দুই দেশ। কিন্তু শান্তির নিদর্শন হিসেবে আটক ভারতীয় পাইলটকে পাকিস্তান ফেরত দেয়ার পর সীমান্তে উত্তেজনা কিছুটা কমেছিল।

প্রথমে পরমাণু হামলার নীতি না থাকলেও ব্যাপক বিধ্বংসী হামলার যেকোনো জবাব দেয়ার অধিকার ভারতের রয়েছে। পাকিস্তান ঘোষণা করেছে, প্রচলিত অস্ত্রের হামলা থামাতে না পারলে কিংবা পরমাণু হামলার শিকার হলেই তারা কেবল এই অস্ত্রের ব্যবহার করবে।

লেখকরা বলেন, গবেষণাপত্রে তাদের বানানো দৃশ্যপটে পাকিস্তানকেই প্রথমে পরমাণু হামলাকারী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে এমনটি ঘটনার সম্ভাবনাই বেশি।

দুই দেশের বর্তমান জনসংখ্যা ও শহুরে কেন্দ্র, যেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে, গবেষকদের ধারণা, দুই দেশই তাদের সর্বাধিক উৎপন্ন অস্ত্র আরও বাড়াতে থাকলে নিহতের সংখ্যা সাড়ে ১২ কোটি ছাড়িয়ে যেতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাড়ে সাত থেকে আট কোটি লোক নিহত হয়েছিলেন। কাজেই কঠিন দৃশ্যপট তৈরি হবে, যদি ১০০ কিলো টন অস্ত্রের ব্যবহার করা হয়, যা হিরোসিমায় ফেলা মার্কিন বোমার চেয়েও ছয় গুণ শক্তিশালী হবে।

এমন বোমার আকাশে একটি একক বিস্ফোরণে ২০ লাখ লোক নিহত হতে পারেন। আহত হতে পারেন ১৫ লাখ। কিন্তু বড় ধরনের বিস্ফোরণে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটবে।

গবেষণাপত্রটিতে বলা হয়েছে, পাকিস্তানের চেয়ে ভারতে প্রাণহানির ঘটনা দুই থেকে তিনগুণ বেশি হবে। পাকিস্তান ভারতের চেয়ে বেশি অস্ত্র ব্যবহার করবে। এছাড়া ভারতের জনসংখ্যার পরিমাণ বেশি। এছাড়া ঘনবসতিপূর্ণ শহরের সংখ্যায়ও এগিয়ে ভারত।

শহরের জনসংখ্যার শতকরা হিসাবে ভারতের চেয়ে পাকিস্তানের ক্ষতি দ্বিগুণ হতে পারে।

গবেষকরা দেখেছেন, প্রলয়ঙ্করী অগ্নিবিস্ফোরণ এক কোটি ৬০ লাখ থেকে তিন কোটি ৬০ লাখের মতো ঝুল (কালো কার্বন) বায়ুমণ্ডলের উপরিস্তরে ছড়িয়ে দেবে। মাত্র কয়েক দিনের মধ্যে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।

পরবর্তীতে এই ঝুল ক্রমাগত সৌর বিকিরণকে শুষে নেবে। বাতাসের তাপ বেড়ে যাবে এবং ধোঁয়ার উত্থান বাড়তে থাকবে।

এতে পৃথিবীতে সূর্যের আলো ২০ থেকে ৩৫ শতাংশ কমে যাবে। ভূউপরিভাগ ৩ দশমিক ৬ থেকে ৯ ডিগ্রি ফারেনহাইট শীতল হয়ে যাবে। এছাড়া ১৫ থেকে ৩০ শতাংশ বৃষ্টিপাতও হ্রাস পাবে।

এতে বিশ্বব্যাপী খাদ্যাভাব দেখা যাবে। পরবর্তী ১০ বছর এই প্রভাব থেকে যাবে। গবেষক রোবোক বলেন, আমি আশা করছি, আমাদের কাজ লোকজনকে একটি বিষয় উপলব্ধি করতে উৎসাহিত করবে যে আপনি পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন না। কারণ এটা ব্যাপক গণহত্যার অস্ত্র।

কলাম লেখক ও লন্ডনের এসওএএস জোহান চ্যাকো বলেন, এই গবেষণা বিশ্ব সম্প্রদায়কে একটা জিনিস বোঝাতে সক্ষম হবে যে পরমাণু যুদ্ধের খেসারত সবাইকেও দিতে হবে। কেবল যারা যুদ্ধ করছেন, তারাই এতে আক্রান্ত হবেন না, জলবায়ুর প্রভাবে সবাই এতে ক্ষতিগ্রস্ত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এটি হাসনা ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, এই ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি । copyright© All rights reserved © 2018 sidneynews24.com  
Desing & Developed BY ServerNeed.com