তিনটি ছাগলছানা
লাল কালো আর সাদা
নাচতো তানা না না।
.
পাহাড় সমান স্বপ্ন করে
বুকের মাঝে জড়ো।
রশ্মি নামের ছোট্ট মেয়ে
করছে ওদের বড়।
.
হায়রে বিধির খেলা
হারিয়ে গেল ছাগলছানা
সেদিন সন্ধ্যা বেলা।
.
সন্ধ্যা গেল সকাল গেল
দুপুর বেলার পরে
হারিয়ে যাওয়া ছাগলছানা
ফিরলো না আর ঘরে।
.
ওরাই ছিলো ভাইয়ের মতো
ওরাই ছিলো বোন
নেই ওরা আজ ভাবতে গিয়ে
মানছে না আর মন।
.
মানছে না বাঁধ দুচোখ দিয়ে
শোকের অশ্রু ঝরে
তাও থাকে মন আশায় আশায়
ফিরবে ওরা ঘরে।
Leave a Reply