স্পোর্টস ডেস্কঃকুমিল্লা ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমি লালমাইয়ের ছেলে মেহেদী হাসান ফাস্ট বোলার।
অর্থমন্ত্রী আ,হ,ম মোস্তফা কামাল( লোটাস কামাল), নাফিসা কামাল এবং গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে একাডেমি টি পরিচালিত হয়। বাংলাদেশ অনুর্ধ ১৭ এবং অনুর্ধ ১৯ এ ভালো খেলে এখন জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় লীগে। চট্টগ্রাম বিভাগের হয়ে আগামী ১০ তারিখ মিরপুর স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান। এতে লালমাই এবং কুমিল্লা বাসি আনন্দিত।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমি এবং মেহেদীর কোচ আতিকুর রহমান জানান, আশা করি জাতীয় লীগে ভালো করে খুব তাড়াতাড়ি বাংলাদেশ জাতীয় দলে ডাক পাবে মেহেদী হাসান।
Leave a Reply