আমি অবিচল অনড় পাহাড়ের চূড়োঁরমত থাকবো একনিষ্ট তোমার ভালোবাসায় দন্ডায়মান।
আমাকে একবিন্দু টলাতে পারবেনা যৌবনের হালকা হাওয়ায়।
আমি সূর্য্যের প্রখর উত্তাপে মোমের মত গলিত হয়ে নিঃশেষ হবোনা।
তোমার একনিষ্ট প্রেমভালোবাসার জোয়ারে ভেসেভেসে একদিন চলে যাবো তোমার হৃদমন্দিরে।
আমাকে বরফে ঢাকা নিশিতদেশে নির্বাসিত করে ও পারবেনা একবিন্দু বরফথেকে জলগড়াতে!
আমি অবিচল হাটবো সেই পথে,যে পথ তুমি করেছো সজ্জিত ভালোবাসার গালিছায়!
আমি হাটতে হোচট খেয়ে জমিনে লুটিয়ে পড়ে?
তবে দেখো খাঁখাঁ মৃতিকার ফাকেঁ পা আটকাবেনা!
আমি মরুভুমির উত্তপ্ত রৌদ্রজ্বালা বক্ষে করি সন্ধি, তোমাকে করবো জয় ভালোবাসায়।
আমি সাগরের ভরাডুবিকে কভু করবোনা আলিঙন! জলের উপর পা ফেলে হেটে যাবো দুর বহুদূরে!
জলে আমার পা ডুবিয়ে মারতে পারবেনা? সেই ক্ষমতা নেই তব জলতরঙ্গে।
Leave a Reply