পূজার সুরে সুরে পুজো পুজো গন্ধে
যুবক যুবতীরা সবাই মেতেছে আনন্দে
মন্ডবে বাজছে ঢোল তালে তালে ছন্দে
——উৎসব উৎসবের রঙ-
————————ছড়ায় গ্রাম গঞ্জে
আলোময় সজ্জায় মাঠ ঘাট সবি
বাজিছে বাদ্য বাজনা কত রকমারি
আনন্দ সায়রে সবে ভেদা ভেদ ভুলি
——-বাজায় ভাতৃত্ব বন্ধনে-
—————————সাম্যের বাণী
অলঙ্কারে মাতৃমুর্ত্তি সাজিয়ে সর্বত্রই
উলুধ্বনি আর শঙ্খ স্বরব নিজ ভক্তিতেই
মিঠাই মন্ডায় আর শত রকমের খাদ্যেই
———রসনায় মায়ের পূজা-
————————আরাধনায় তুঙ্গেই
নানা রঙ্গের পোশাকে সবে সেজেছে অঙ্গে
খোকা খুকী নাচছে আজ শত রঙ রঙ্গে
পাড়ায় পাড়ায় সকলে বন্ধু বান্ধবীর সঙ্গে
———-খুশীর এই মৌ মৌ ধারা-
——————-উড়ছে সারা বঙ্গে
Leave a Reply