তামান্না নিসুঃ- চিকিৎসার কোনো সনদপত্র না থাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় এনামুল হক সাগর নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিযান চালিয়ে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা সুলতানা হক জানান, উপজেলা মোগরাপাড়া চৌরাস্তায় ভুইয়া ফার্মেসীতে চেম্বারে বসে এনামুল হক সাগর নামে এক ব্যক্তি চিকিৎসা দেওয়ার কোনো সনদপত্র না নিয়ে দীর্ঘ দিন ধরে রোগীদের সঙ্গে প্রতারনা করে চিকিৎসা দিয়ে আসছে। রোববার সিভিল সার্জনের নির্দেশে অভিযান চালিয়ে ওই ফার্মেসীতে চিকিৎসা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। তার সঙ্গে রোগী দেখার সরঞ্জামাদি পাওয়া যায়। পরে চিকিৎসা দেওয়ার কোনো সনদপত্র না থাকায় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি আরো বলেন, এনামুল হক সাগরের বিরুদ্ধে ৩ বছর আগেও ভুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা করার কারনে একটি মামলা রয়েছে৷
এনামুল হক সাগর উপজেলার হাবিবপুরে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন এবং সে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়ন শরীফ বেপারীর ছেলে৷
সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক রুস্তম আলী জানান, ভুয়া ডাক্তার এনামুল হক সাগর বর্তমানে থানা হাজতে আটক রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply