লালপুর প্রতিনিধিঃ- বুধবার লালপুর উপজেলার চংধুপইল থেকে সাবিনা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। নিহত সাবিনা বেগম ঐ এলাকার সাহিনুর রহমানের স্ত্রী ও আনসার সদস্য ছিলেন।
বুধবার সকালে চংধুপইল গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের লাশটি উদ্ধার করে লালপুর থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবিনা মঙ্গলবার রাতে পূজোর ডিউটি শেষে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে। পরে সকালে তার নিজ বাড়ি থেকে সাবিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের স্বামী সাহিনুরকে আটক করা হয়।
Leave a Reply