জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ জাফরঃ- কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে আজ সকাল আটটায় মিস্ত্রি নিয়ে নিজ ঘরের মেরামতের কাজ করছিলেন আলাউদ্দিন। এ সময় প্রচন্ড বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে ঘরের মধ্যেই আলাউদ্দিন সিকদার (৪৫) ও কাঠমিস্ত্রি মিলন খান (৩০) আহত হয়। তাৎক্ষনিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন সিকদারকে মৃত ঘোষনা করেন। আহত মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কৃষকের স্বজন ও স্থানীয়রা জানান, ঘটনার সকালে মিস্ত্রি নিয়ে নিজ ঘরের মেরামতের কাজ করছিলেন আলাউদ্দিন। এ সময় প্রচন্ড বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে ঘরের মধ্যেই আলাউদ্দিন সিকদার ও মিস্ত্রি মিলন আহত হয়।
Leave a Reply