ভাঙা তরি
দিবে পাড়ি
সাগর সেতো
মহা ভারি
মনোবল
সদায় অনড়
কভু নেই ভয়
হবে হবেই জয়।
কারো বারণ
মানেনা শাষণ
হোক অনুবদ্য
তবুও বিজন।
আসুক ঝড়
নেই ডর
দেবো পাড়ি
আসবো বাড়ি।
হোক তাতে মরন
তবুও নেই
অবঘন্ঠন।
হৃদয়ের বান
করেছে উচাটন
যতই অবগহন
করিবো গমন।
Leave a Reply