ছবি: সংগৃহীত
সিডনি ডেস্ক:-ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মতো মাঠে বসে খেলা দেখবেন ইরানি নারীরা। বৃহস্পতিবার স্টেডিয়ামে প্রবেশের বিরল সুযোগ পাচ্ছেন তারা।
ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মতো মাঠে বসে খেলা দেখবেন ইরানি নারীরা। বৃহস্পতিবার স্টেডিয়ামে প্রবেশের বিরল সুযোগ পাচ্ছেন তারা।
ওইদিন তেহরানের আজাদি স্টেডিয়ামে ২০২২ সালের বিশ্বকাপের বাছাইপর্বে ইরান ও কম্বোডিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।
অগ্রিম টিকিট বিক্রি শুরুর আধা ঘণ্টার মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসনগুলোর টিকিট বিক্রি হয়ে গেছে।
তবে ১০ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামটিতে আরও নারী দর্শক বসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। খবর বিবিসির।
Leave a Reply