বুয়েট মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে বরগুনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল
মাসুম বিল্লাহ, জেলা প্রতিনিধি- বরগুনাঃ– বুয়েট মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচরি অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরগুনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতা কর্মিরা।এ উপলক্ষে বিকাল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বরগুনার পুরাতন লঞ্চঘাট চত্বরে পৌছালে পুলিশী বাধায় পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান টিটু, জেলা শ্রমিকদলের সভাপতি গোলাম হায়দার হাদী, জেলা তাতীদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুম খান, রুবেল সিকদার, সোহাগ, জেলা তরুনদলের সভাপতি মনিরুজ্জামান মিন্টু।বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোল্লা মোঃ সানাউল্লাহ, সহ সভাপতি মেহেদী হাসান রনি, কামরুজ্জামান রাজ্জাক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিএম নাসির উদ্দিন প্রমূখ। সমাবেশ পরিচালনায় ছিলেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সুমন।
Leave a Reply