নীল আকাশে ঝিকিমিকি তারা
সবুজ বনে শ্রাবণ মেঘের ধারা
পাখপাখালি হাজার রকম ফুল
মেঘ বালিকার ছোট্ট কানের দুল
নদীর বুকে পাল তোলা ঐ নাও
এনে দেব যা কিছু তুই চাও.
যত থাকি নানান রকম কাজে
তুই থেকে যাও আমার বুকের মাঝে
তোর খুশিতে হৃদয় খুলে হাসি
শোনরে খোকা তোকে ভালোবাসি।
Leave a Reply