বুয়েট ছাএ আবরার এর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য এডভোকেট ইব্রাহিম খলিল এক বিবৃতিতে তিনি বলেন,অনতিবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাধ্যামে আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাসি নিশ্চিত করতে হবে।
এডভোকেট ইব্রাহিম খলিল বলেন আবরার কে শুধু খুনিরা হত্যা করেনি,হত্যা করেছে বাংলাদেশের স্বার্বভৌমত্বকে এই খুনের মাধ্যমে প্রমানিত স্বাধীন দেশেও দেশ পরাধীন তিনি আবরার কে স্বাধীন বাংলার শহীদ হিসেবে আখ্যায়িত করেন। অনতিবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাধ্যামে আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাসি নিশ্চিত করা হোক,তিনি এও বলেন আবরার এর পরিবারের সম্মতি পেলে আবরার এর পক্ষে আইনী লড়াই করতে চান তিনি জানান আবরারের বাবার সাথে টেলিফোনে কথা হয়েছে তাহার সম্মতি পেলে আমি ন্যায় বিচারের জন্য আবরারের পক্ষে থাকব। এরই সাথে আবরার এর খুনিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার জন্যে তিনি বিজ্ঞ আইনজীবীদের অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply