মাসুম বিল্লাহ জাফর , বরগুনাঃ- বরগুনায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে মামা-ভাগ্নে হাসপাতালে। আহতরা হলো- জামাল হাং (৩৫) ও তার ভাগ্নে রাকিব (১৭)। এ ঘটনায় বরগুনা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সুত্রে জানা গেছে,গত মঙ্গলবার বিকাল অনুমানিক ৩টায় বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের জামাল হাং (৩৫) ও তার ভাগ্নে রাকিব (১৭)স্থানীয় বাদামতলা বাজার গেলে তুচ্ছ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ একই গ্রামের বাচ্চু চৌকিদার (৩০),নেছার (২২) ,সিপন (২৮) ,কাওসার (২৬),ও কিসলু (৩২) তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আহত মামা-ভাগ্নেকে স্বজনরা উদ্ধার করে ঐ দিনই বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জামাল হাং বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে বরগুনা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারী জামাল হাং প্রতিবেদকে জানান,আমার মা দেলোয়ারা বেগম স্থানীয় সাহেবের হাওলা চাঁদবরু বালিকা দাখিল মাদ্রাসায় আয়ার কাজ করেন। কিন্তু প্রতিপক্ষ ঐ মাদ্রাসার নৈশ প্রহরী বাচ্চু চৌকিদার আমার মাকে বাদ দিয়ে ঐ পদে তার স্ত্রীকে আয়া নিয়োগের পাঁয়তার করে এবং বন্ধের দিন মাদ্রাসায় মেয়ে মানুষকে এ বিষয় তার কাছে জানতে চাইলে সে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ভাগ্নেকে মারধর পিটিয়ে ও কুপিয়ে আহত কওে ও খুন জখমের হুমকি দেয়। এ বিষয়ে বিবাদী বাচ্চু চৌকিদারের কাছে জানতে চাইলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার এস আই মোশারেফ হোসেন , অভিযোগের বিষয়টি নিশ্চিত করে তদন্ত চলছে বলে মুঠোফোনে জানিয়েছেন।
এ ব্যাপারে ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.গোলাম কিবরিয়া বলেন বিষয়টি আমি শুনেছ।
Leave a Reply