রাণীশংকৈলে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমী হারালেন দিনাজপুর মহিলা নওশিন ফুটবল দলকে
রাণীশংকৈল প্রতিনিধিঃ রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমী মাঠে একদিনের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৩অক্টোবর রবিবার বিকেলে মাঠের একপ্রান্তে দিনাজপুর নওশিন প্রমিলা ফুটবল একাডেমী বনাম রাঙ্গাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমী। খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, রাণীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আফিসার ইনচাজ আব্দুল মান্নান, একাডেমীর পরিচালক অধ্যক্ষ তাজুল ইসলাম, মহিলা আওয়ামিলীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যানের সহর্ধমিণী আভা আক্তার , প্রধান শিক্ষক গোপেনন্দ্র নাথ রায় প্রমূখ । কোচার গোপাল মরমু ও জয়নুল ইসলাম। খেলায় রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমী ৩-০ গোলে দিনাজপুর মহিলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
Leave a Reply