কলম কলম কলম এখন
অস্র হয়ে রক্ত ঝরায়
কলম এখন গুপ্ত ঘাতক
দায়ী হয়েছে মানুষ মরায়।
.
কলম এখন নেই ভালো আর
কলম এখন কলঙ্কিত
কলম এখন মরণ ডাকে
কলম দেখে হই শঙ্কিত।
.
মেধা মেধা মেধার বিনাশ
হচ্ছ রোজই মরন বিষে
কেউ জানিনা কেমন করে
আলোর রেখায় মরণ মিশে….
.
বাড়ছে রোজই বইয়ের বোঝা
বই দিয়ে কি পাই গো
বইয়ের ছোঁয়ায় মানবতায়
মানুষ হওয়া চাই গো।
.
মরছে যারা কলম হাতে
তাদের জন্য শোক
মারছে যারা সেই খুনিদের
সঠিক বিচার হোক।
Leave a Reply