মাসুম বিল্লাহ জাফর – বরগুনা: বরগুনা জেনারেল হাসপাতালের রোগী ভর্তির ৭ নং পুলিশ রেজিষ্টার থেকে মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে ভর্তি রোগীর প্রাথমিক তথ্য আলামত মুছে ফেলার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
জানাগেছে বরগুনা সদর উপজেলার এম বালীয়াতলী ইউনিয়নের মাইঠা গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান মল্লিকের পুত্র শামিম হোসেন লাবু (৩০)কে একই এলাকার ছগির-(২৮),আবুল বাশার বাদশা হাং (৫০) ও খোকন (৪০) মারধর করে ।
ঐ দিন ২৭ সেপ্টম্বর শুক্রবার বেলা ১১টা ১০মিনিটে লাবু কে গুরুত্বর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ৭ নং ভর্তি পুলিশ রেজিষ্টার অনুসারে রেজিঃ বছর-৪৩৪৫,মাস-৪৪৩, দিন-০৩ রোগীর নাম-শামিম হোসেন লাবু । এ ঘটনায় লাবুর বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে বরগুনা থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৯।
মামলার কার্যক্রমে মেডিকেল রির্পোটের প্রয়োজনে মামলার তদন্তকারী কর্মকর্তার মেডিকেল রির্পোটে গ্রহণে হাসপাতাল কর্তৃপক্ষ কাল ক্ষেপন করলে বাদী পক্ষের সন্দেহ হয়।
পরে বাদী হাসপাতালে খোঁজ-খবর নিয়ে জানতে পারে মোট অংকের ঘুষের বিনিময় ভর্তি রেজিষ্টারের লিখিত গুরুত্বপূর্ন প্রাথমিক আলামত বলপেন কলম দিয়ে (ওভার রাইটিং )বার বারমুছে ফেলে শামিম হোসেন লাবুর নামে সাধারণ আলামতের মেডিকেল রির্পোট ইস্যু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
Leave a Reply