মাসুম বিল্লাহ জাফরঃ- বরগুনার রামনা থানাধীন দক্ষিণ রামনা মোছাম্মদ জান্নাতি,( ১৪) পিতা গিয়াস উদ্দিন খান মোছাম্মদ জান্নাতি ১৪ উত্তর কাকচিড়া আলিম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী দিন দিন ভুগতেছেন বকাটে ছেলেদের কারনে।
একই এলাকার রফিক মোল্লা ( ২২) একজন গাঁজা ও মাদক ব্যবসায়ী ও তার সাথে থাকা কিছ ছেলে কিছুদিন আগে মোছাম্মদ জান্নাতি অজু করতে ঘরের পাশে থাকা পুকুরে অজু করতে যায়, তখন রফিক মোল্লা সহকারে তিন থেকে চারজন লোক গাছের উপরে বসে রয়েছে যখনই জান্নাতি কে তারা দেখতে পায় তখন তারা জান্নাতিকে ধরে নিয়ে নদীর তীরে যায়।
তখন গ্রামবাসী কান্নার আওয়াজ শুনে ওখানে গিয়ে জান্নাতি কে উদ্ধার করে,
জান্নাতির মা রামবা থানায় মামলা করেন মামলার ধারা নারি নির্যাতন দমন আইন২০০০(সংশোধত)২০০৩এর৭/৩০ মামলা করেন।
জান্নাতির মা প্রতিবেদক কে জানায় আমি মামলা করেছি তাই মামলা করাকে কেন্দ্র করে রফিক মোল্লা আরো কিছু লোক এসে আমাদেরকে ভয়-ভীতি দেখিয়ে আমার মেয়েকে ঘর থেকে নিয়ে যায় এখন আমার মেয়ে কোথায় আছে আমি জানিনা।
জান্নাতির মা এখন পাগলের ভেসে ঘুরে, জান্নাতি ও রফিক মোল্লা এখন কোথায় আছে কেউ জানে না জান্নাতির মা ও গ্রাম বাসিদের একটি দাবি নির্যাতন ও অপহরনের বিচার চাই ।
Leave a Reply