বরগুনা পাথরঘাটা উপজেলা এলজিইডি এর প্রকৌশলী আজিজুর রহমান নানা ভাবে ঠিকাদারদের কাজ থেকে কাজ প্রতি ১০ পারসেন্ট টাকা ঘুষ দাবি ও আদায় করেন।
কোন ঠিকাদার ঘুষ দিতে অপরগতা প্রকাশ করলে তার কাজ বাজেয়াপ্ত সহ নানা ভাবে হয়রানি ও র্দূব্যবহার করছে প্রকৌশলী আজিজুর। এছাড়াও ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে এ প্রকৌশলীর সাথে তার দপ্তরের সহকর্মী হিসাব রক্ষক নারায়ণ চন্দ্র দে এর সাথে মারামারির ঘটনাও ঘটে । যা স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়ে।
তাছাড়া প্রকৌশলী আজিজুরকে গত ৮আগষ্ট বদলীকরা হলেও সে কোন অদৃশ্য শক্তির বলে বদলী ঠেকিয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেছেন এমনটি দাবী করে ঠিকাদারগণ বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
বরগুনা জেলা ঠিকাদার সমিতির প্যাডে মেসার্স জে এস এন্টারপ্রাইজ এর পক্ষে জহিরুল ইসলাম , আফসার অ্যান্ড কোং এর পক্ষে এম ফারুক মৃধা ও কাবুল সহ ২১ জন ঠিকাদারের স্বাক্ষরিত লিখিত অভিযোগ সংবাদ সম্মেলন করেন এবং প্রকৌশলী আজিজুর এর বিরুদ্ধে কোন ব্যবস্থা না হওয়া পর্যন্ত বরগুনা ঠিকাদার সমিতি পাথরঘাটা উপজেলায় চলমান কোন উন্নয়ন কাজ বাস্তবায়ন করবেন না বলে জানান।
এ বিষয় পাথরঘাটা উপজেলা প্রকৌশলি আজিজুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।
Leave a Reply