মাসুম বিল্লাহ জাফরঃ- কলাপাড়ার আলোচিত অন্তঃসত্ত্বা দোলা হত্যা মামলার হাজতী আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে ফের জেল হাজতে প্রেরন করা হয়েছে। বুধবার (১৬অক্টোবর) দুপুরে মামলার ধার্য তারিখে আসামী সম্রাট কর্মকার, সাধনা রানী কর্মকার, বাবুল কর্মকার ও গোবিন্দ কর্মকারকে আদালতে হাজির করা হয়।
এসময় তারা জামিনের প্রার্থনা করলে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক একেএম এমানুল করিম আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।
এছাড়া আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেন ৩রা নভেম্বর।
এদিকে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারকের এ আদেশে স্বস্তি প্রকাশ করেছে নিহত দোলার স্বজনরা। নিহত দোলার মা কল্পনা কর্মকার জানান, ’আমার মেয়ের হত্যাকারীরা আজ জেল হাজতে রয়েছে।
এতে আমার মেয়ের আত্মার শান্তি হয়েছে তবে দ্রুত বিচারের মাধ্যমে এদের কঠিন শাস্তির দাবি জানান তিনি। তিনি আরো বলেন, এমন ভাবে সকল পাষন্ডরা শাস্তি পেলে দেশে নারী নির্যাতনের হার কমে আসবে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কমল দত্ত জানান, ’আসামী পক্ষ জামিনের আবেদন করলেও বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের ফের জেল হাজতে প্রেরন করায় আমরা আনন্দিত।
এই হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে বলে জানান তিনি।’
প্রসংগত; যৌতুকের দাবীতে গত ২৪ মে ৭ মাসের অন্তঃসত্ত্বা দোলা রানীকে পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী সম্রাট ও তার পরিবারের লোকজন। পরে নিজেদের দোষ এড়াতে হত্যাকে আত্মহত্যা বলে এলাকায় প্রচার করেন তারা।
এরপর গত ৩০ মে নিহত দোলার মা কল্পনা কর্মকার বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সম্রাট কর্মকার, সাধনা রানী কর্মকার, বাবুল কর্মকার ও গোবিন্দ কর্মকার এর বিরুদ্ধে একটি হত্যা মামলা
দায়ের করেন।
গত ১৬ জুলাই আদালতে মামলার চার্জশীট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান। চার্জশীট দাখিলের পর আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
Leave a Reply