মাসুম বিল্লাহ জাফর , জেলা প্রতিনিধি:-তালতলী থানা শাখা মুজাহিদ কমিটি গঠন করা হয়েছে। ছদর জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ছুবুর ও হাজী মুহাম্মদ আব্দুল ছালাম হাওলাদার কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
৩৫ সদস্য তালতলি মুজাহিদ কমিটির অনুমোদন দেয় ক্বারি আঃ খালেক সদর বরগুনা জেলা শাখা, মাওলানা আবু হানিফ সাধারন সম্পাদক মুজাহিদ কমিটি, বরগুনা জেলা শাখা।
নতুন কমিটিতে যারা নিজেদের স্থান নিতে পেরেছেন তারা হল। ছদর জনাব হযরত মাওলানা মোঃ আব্দুস সবুর, নায়েবে ছদর মৌঃ হাবিবুর রহমান,ও মোঃ মজনু ব্যাপারি,সাধারন সম্পাদক হাজী আঃ ছালাম, যুগ্ন সম্পাদক মাওঃ আল মামুন, প্রচার সম্পাদক ক্বারি তোফাজ্জল হোসেন,সহকারী প্রচার সম্পাদক আঃ মন্নান ব্যাপারি,দপ্তর সম্পাদক মোঃ সাহাদাত হোসাইন, সহকারী দপ্তর সম্পাদক মোঃ আলম হাং, সাংগঠনিক সম্পাদক মোঃ পান্না মিয়া আকন,সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন পটোয়ারি, কোষাধক্ষ্য মোঃ আবু তাহের মাস্টার,কমান্ডার ১ মজিবুর রহমান দফাদার, কমান্ডার ২ মোঃ আসাদুল্লাহ ইমাম কাম অডিটর ক্বারি আঃ জলিল , সহকারী ইমাম কাম অডিটর মুফতি আঃ ইসমাইল সদস্য মোঃ আঃ রহমান, সদস্য হাচান হাং, সদস্য কবির হোসেন, সদস্য খবির উদ্দিন হাং,সদস্য সিদ্দিকুর রহমান হাং,সদস্য হ্বাজী আবুল কালাম, সদস্য হ্বাজী আঃ রব,সদস্য মৌলবি মোঃ আবুল কালাম, সদস্য জাহাঙ্গীর মাস্টার, সদস্য আফজাল বিশ্বাস, সদস্য আঃ খালেক খান, সদস্য আঃ আউয়াল শিকদার, সদস্য মাওঃ হাবিবুর রহমান, সদস্য মোঃ আবুল কালাম আজাদ, সদস্য বাচ্চু মিয়া,সদস্য মোঃ সুলতান মাহমুদ মাস্টার, সদস্য মোসারেফ মাস্টার, সদস্য মাওলানা আফজাল হোসেন, সদস্য মাওলানা মোহাম্মদ আবু জাফর ।
এদিকে মওলানা মোঃ আব্দুর ছুবুর সভাপতি ছদর ও হ্বাজী আঃ ছালাম হালদার সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় অনেকেই তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তারা ভবিষ্যতে মুজাহিদ কমিটির ন্যায্য পারিশ্রমিকের জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
নব-নির্বাচিত ছদর সভাপতি মওলানা মোঃ আঃ ছুবুর, চরমোনাই পির সাহেবের নির্দেশে বাংলাদেশ মুজাহিদ কমিটি সবাই একনিষ্টভাবে কাজ করতে হবে। এজন্য দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।
Leave a Reply