ইসলামী শ্রমিক আন্দোলন বরগুনা জেলা শাখার বিক্ষোপ মিছিল ও সমাবেশ আনুষ্ঠিত হয়
মাসুম বিল্লাহ জাফর জেলা প্রতিনিধিঃ- ইসলামী শ্রমিক আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি বলেছেন, ভোলায় রাসূল প্রেমিক তাওহিদী জনতার সমাবেশে পুলিশের নির্বিচারে গুলি বর্ষণের ঘটনায় বাংলাদেশের জনগণ বিস্মিত হয়েছে।
পুলিশ প্রশাসন কটুক্তিকারীদের বিচারে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের পরিবর্তে আইনের তোয়াক্কা না করে আন্দোলনকারীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে। পুলিশ জনগণের টাকায় কেনা বুলেট জনগণের বুকে বিদ্ধ করেছে। এর দায়ভার সরকারকেই নিতে হবে।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুম’আ ভোলার বোরহান উদ্দিনে তাওহীদি জনতার ওপর চালানো নির্মম হত্যাকা-ের প্রতিবাদ এবং সকল শহীদ ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বরগুনা জেলা সভাপতি সাংবাদিক গোলাম আহম্মদ স্বপন সভাপতিত্বে এবং জেলা সহ সভাপতি জনাব হযরত জহিরুল ইসলাম খান এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের বরগুনা জেলা শাখার কমিরা, ইসলামি শ্রমিক আন্দোলনের বরগুনা উপজেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামি আন্দোলনের বরগুনা জেলা শাখার সভাপতি সাহালোম তালুকদার, জনাব হযরত মাওলানা আঃ কাদের পির সাহেব বাওয়ালকর প্রমুখ।
বক্তারা রাসূল সা. কে কটূক্তিকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং শহীদ পরিবারসমূহকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও আহতদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা নিশ্চিতকরণের জোর দাবি জানান।
সমাবেশ পরবর্তী মিছিল সদর ঘাট মসজিদ পয়েন্ট থেকে শুরু হয়ে সকল সহর ঘুরে প্রেসক্লাব পয়েন্টে এসে দেশ ও জাতির কল্যাণ এবং নিহতদের মাগফিরাত কামনা করে বরগুনা সদরঘাট মসজিদের ইমাম মুফতী গোলাম আহম্মদ জাহিদ এর মাধ্যমে মুনাজাত সমাপ্ত হয়-বিজ্ঞপ্তি।
Leave a Reply