আমি হাসি খুশী চঞ্চলা
এক পাহাড়ী ঝর্ণা নদী
চলেছি দিন হতে দিনান্তে
পেরিয়ে কত সাগর মরুভূমি
আমি দুরন্ত দুর্বার
ছুটে চলি নিজ আনন্দে
ফুটাই রাতের আঁধারে রঙ্গিন
স্বপ্নের ফুল থরে থরে
আনন্দে ভাসি সুখের নদীতে
পাহাড়ী বন্য অরণ্যে এক
স্বপ্নের রাণী আমি
প্রজাপতির ডানায় ডানায়
রঙ মেখে রাঙ্গাই সবার মনেরে
Leave a Reply