আলোর হাত ধরে তারা এসেছে
পৃথিবীর স্বার্থপর মৌন যুদ্ধের মাঠে।
এসেছে নদী আর সমূদ্রের তীরে-
গহীন বনে আর লোকারণ্য শহরের উপকন্ঠে।
তারা এসেছে পৃথিবীর বধ্যভূমিতে অন্ধ হয়ে যাওয়া
শতশত যুবকের স্বপ্ন হয়ে;
মিশেছে অন্তরের অন্ধ কুঠিরে-
নোনাধরা দেয়ালের গা ঘেঁষে বসে থাকা সাহসী আত্মার মোড়ক উন্মোচন করবে বলে
তারা মেঘফুল হয়ে বীরত্বের কাহিনী রচনা করে।
যে যুবকেরা আজ ফিরে গেছে ক্লান্ত হয়ে
গতিহীন গুনছে প্রপাতের প্রহর;
উল্কাঝড় দেখার মতো তারাও সফলতার ভবিতব্য দেখে।
সৌরজগতের কক্ষপথে জলন্ত ধুমকেতু
শক্তি দিয়ে তারা প্রত্যয়ী হতে শেখায়।
হাসি মুখে গান হোক –
উপকূলীয় স্বপ্ন হোকনা পথের আলো।
তারা বাস করে কিছু মরমি মানুষের মলিন চোখে;
সে চোখ হোক না
প্রগতিশীল প্রতিবাদের বারুদঘর…
Leave a Reply