ফাতেমা মীমঃ- গত ২৬ অক্টোবর (শনিবার) সিডনির গ্লেনফিল্ডে মহিলাদের সংগঠন “আমরা কজনা” বন্ধুদের সাথে ঘরোয়া পরিবেশে তাদের ষষ্ঠ পিঠা উৎসবের আয়োজন করে। শীতের শেষে বসন্তের এই আয়োজনে হাতের তৈরি হরেক রকমের দেশীয় পিঠা-পুলি উৎসবে স্থান পায়। আয়োজকরা জানান, দেশীয় ঐতিহ্য কে বিদেশের মাটিতে ধরে রাখতে ও প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই পিঠা উৎসব আমাদের সামান্য প্রচেষ্টা।প্রতিবারের মতো এবারের আয়োজনেও ছিল ক্ষুদের ভাতের সাথে রকমারি ঝাল ভর্তা সহ হরেক রকমের মুখরোচক দুপুরের খাবার। পিঠা প্রতিযোগিতা ও খেলাধুলার জন্য ছিল তিনটি করে পুরস্কার। পাশাপাশি দিপতী পল চৌধুরীর শাড়ীর দোকান, সীমা আহমেদ ও রুনু রফিকের কণ্ঠে দেশীয় গান পিঠা উৎসবকে আরও প্রানবন্ত করে তোলে। পিঠা উৎসব সফল ও প্রানবন্ত করতে আয়োজকরা সবাইকে অসংখ্য ধন্যবাদের পাশাপাশি আন্তরিক ভালবাসা জানিয়েছেন।
Leave a Reply