রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বনগাঁও গ্রামের আলিফ নামে একজনের বাড়িতে গত ২৬ অক্টোবর দিবাগত রাতে ২৫ ভরি স্বর্ণ ও ১ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির সবাই খেয়ে আনুমানিক রাত ১১ টায় ঘুমিয়ে পড়ে।চোর আনুমানিক রাত ২ টার দিকে দরজার ছিটকিনি ভেংগে ঘরের ভিতরে প্রবেশ করে আলমিরা ও ড্রয়ারের লক খুলে কাপড়- কাগজপত্র তছনছ করে প্রায় ২৫ ভরি স্বর্ণলংকারসহ নগদ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বাড়ির মালিক আলিফ বলেন, ‘আমরা বাড়ির সকল সদস্যের কেউ টের পায়নি। মনে হয় ঘুমের ঔষধ প্রত্যেকটি রুমে স্প্রে করা হয়েছিল বলে ধারনা করছি।
সকালেও আমারা সবাই ঘুমে ঝিমাচ্ছি, এখনও সবাই অসুস্থ বিশেষ করে আমার মা একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে’।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply