শুনবে কেউ আমার জন্য
অপেক্ষায় আছে কে?
পুকুর পাড়ে জাম্বুরা গাছ তলে
বসে আছে সে।
সামনে গেলে লজ্জায় আমি
মুখটি লুকাই রে
বারবার জানতে চায় সে
আমি তোমার কে?
ইশারায় বলে সে
ভালবাসি তোমায়
একবার বলো না
ভালবাস কি আমায়?
বলবো কি করে ভালবাসি,
নেইতো আমার বিশ্বাস
ভালবাসি বলতে চাইলেও
দমে চাপে নিশ্বাস।
রাগ করোনা লক্ষ্মী সোনা
দামীর চেয়েও তুমি দামী
খেমটা নাচা ভালবাসার পুতুল
হতে চাইনা আমি।
Leave a Reply