মাসুম বিল্লাহ জাফর জেলা প্রতিনিধি:- বরগুনা কথিত জিনের বাদশার সহযোগী রহিমকে (৩২) গাইবান্দা থেকে গ্রেফতার করেছে বরগুনা ও গাইবান্ধার পুলিশ। সে বরগুনা থানায় করা প্রতারনা মামলার ২ নম্বর আসামী। তাকে গতকালই বরগুনার আদালতে হাজির করা হয়। ২৭ অক্টোবর রোববার আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম গাজী রহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই বরগুনা শহরের একগৃহবধূর কাছ থেকে প্রতারণা করে ৩০ ভরি স্বর্ণ ও সাড়ে ৫ লাখ টাকা নিয়ে যায় প্রতারক চক্র। এঘটনায় গৃহবধূর স্বামী হাফিজুর রহমান বাদী হয়ে বরগুনা থানায় ১৯ জুলাই মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী আজমল হককে গত ১ অক্টোবর গাইবান্ধা পুলিশের সহায়তার গ্রেফতার করে বরগুনা থানার পুলিশ।
২৭ অক্টোবর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোলায়মান। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম গাজী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজমলের স্বীকারোক্তি মোতাবেক গাইবান্ধার গবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধার গবিন্দগঞ্জ উপজেলা বিশ্বনাথপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে প্রতারনাসহ ৫টি মামলা রয়েছে গোবিন্দগঞ্জ থানায়।
Leave a Reply