মাসুম বিল্লাহ জাফর জেলা প্রতিনিধিঃ- হিন্দু ধর্মের যতোগুলো বড়পূজা তার মধ্যে শ্যামা বা কালি পূজা অন্যতম। এ পূজা পালন করতে গিয়ে আগুনে পুড়ে সব চাই হয়ে গেছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়ার স্বপন ভূইমালির। তার বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। কিছুই রক্ষাকরতে পারেননি তিনি। যদিও হতাহতের ঘটনা ঘটেনি।
স্বপন ভূইমালি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি পরিবারপরিজন নিজে বাবার ভিটাবাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৮ নং ওয়াডের বাইনচটকী গ্রামে ভূইমালি বাড়িতে বসবাস করছেন। প্রত্যেক বছরের ন্যায় এবারও তিনি পরিবারের সদস্যদের নিয়ে শ্যামা বা কালি পূজার আয়োজন করেছেন। এ পূজায় সাধারণত মোমবাতি জ্বালিয়ে আলোকসজ্জা করা হয় এবং তিনি তাই করেছেন।
স্বপন ভূইমালি গণমাধ্যমকে আরো জানিয়েছেন, তিনি গতকাল ২৭ অক্টোবর রোববার সন্ধ্যায় কালিপূজার জন্য মোমবাতি জ্বালিয়ৈ ঘর আলোকসজ্জা করেছেন। মোমবাতি জালিয়ে রেখে ঘরের দরজায় তালা লাগিয়ে প্রতিবেশী শৈলন ধুপির বাড়িতে পুজা মন্ডবে অবস্হান করেছেন। অপরদিকে তার নিজ ঘরের জলন্ত মোমবাতির আগুন লেগে যায়, ঘরের মধ্যে থাকা সৌর বিদ্যুৎ এর ব্যাটারিতে।
সৌর বিদ্যুতের ব্যাটারিতে আগুন লাগার কারনে দ্রুত আগুন ছড়িয়ে পরে। পুরো ঘর যখন জ্বলছির তখন স্হানীয়রা টের পেয়ে নিভাতে আসেন। শতাধীক মানুষ আগুন নিভানোর সব ধরনের প্রচেষ্টা চালিয়ে ঘরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। আগুন লাগার সংবাদ পেয়ে পাথরঘাটা উপজেলা ও বরগুনা জেলা শহর থেকে দ্রুত বেগে ২টি ফায়ার ইউনিট ঘটনা স্হলে আসলেও তার পূর্বেই আগুনে সম্পুর্ন বসতঘরটি পুরে ছাই হয়ে যায়।
স্বপন ভুইমালীর গণমাধ্যমকর্মীদেরকে জানিয়েছেন, আগুন তার বসতঘর পুরে যাওয়ার কারনে ঘরের আসবাবপএ নগত পঞ্চাশ হাজার টাকা, চল্লিশ মন ধান, কুড়ি মন চাউল, চার ভরি সর্নসহ অন্যান্য সব কিছু মিলিয়ে সর্ব মোট ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জীবনের রোজগার কৃত সর্বস্ব হারিয়ে তিনি এখন সম্পুর্ন নিস্ব তিনি আজকে সাংবাদিকদের সাথে একথা বলেন।
Leave a Reply