মোঃমাসুম বিল্লাহ আবুজাফরঃ- বরগুনার পাথরঘাটা উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরগুনা নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম বার্তা সিডনি নিউজ টোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার খাসতবক গ্রামের বাসিন্দা জুয়েল প্যাদা ২০১৭ সালের ২৫ মে তার মেয়েকে টাইগার নামক কোমল পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেটা পান করায়। এক পর্যায়ে মেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে ধর্ষণ করে তার বাবা।
ঘটনার তিন দিন পর অর্থ্যাৎ ২৮ মে বাবা জুয়েল প্যাদাকে একমাত্র আসামি করে মেয়েটির নানা আবদুল হামিদ কাজী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাথরঘাটা থানায় মামলা করেন।
আজ রায় ঘোষণার সময় আসামি জুয়েল প্যাদা আদালতে উপস্থিত ছিলেন।
Leave a Reply