বর্ষার মেঘ ভাঙে দুপুরের রোদ
ভালোবাসার আয়োজনে খোঁপা খুলে যায় জলবতী হস্ত বরদ
বেড়াল – নিবৃত কাম তুমুল বিছানায় ।
বৃষ্টির সয়লাব স্রোতে ঝুমঝুম ঝাঁঝার
পিছলে কাদা – জলে কেটেছে অঙ্গুলি
বারান্দায় দাঁড়িয়ে দেখি ধবল পাঁজর
আঁচলে টুপটাপ ঝরে আকাশ – আধুলী ।
ত্রস্তে দাঁড়িয়ে উঠে ইতিউতি চায়
আকাশ নেমেছে ঝেঁপে , বৃষ্টির ছাঁটে
গোপন ক্যামেরা কী ভেতরে শিহরায় ।
বেচা যেন না হয় সে যমুনার হাটে ।
মাঝে মাঝে বৃষ্টির এ খুনসুঁটি ভালো
তুমি যে সুন্দর ভারী আজই সে জানালো ।
Leave a Reply