সবুজ ধানের শিষের ডগায়
শিশির টলোমলো।
সাদা কাশে দোল খেয়ে যায়
প্রভাত রবির আলো ।
নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা ।
টলটলে ওই দিঘির জলে
লাল শালুকের মেলা ।।
গাঁয়ের বধূ কলসী কাঁখে
অলস বেলায় আনমনাতে ।
থির জলের ওই আরশিটাতে
একটুখানি মুচকি হাসে ,
স্বপ্ন মাখা দু’ চোখ দেখে । তারপর?
ঢেউ তুলে ঐ সরসীতে
স্বপ্নগুলো কলস-বন্দী
জীবনের সাথে করে সন্ধি
আপনাকে তার ভুলিয়ে রাখে
দিনের সকল কাজের মাঝে ।
সজন তার পরবাসে
ছলোছলো অভিমানে
ভাসিয়ে দিলো অশ্রু বাদল
টলটলে ওই দিঘির জলে ।
বাতাস তুমি বলো তারে
তার বধুয়ার গোপন ব্যথা ।
সবার ঘরে আলো জ্বলে
বিরহী তার দুয়ার ধরে __
একলা বসে সময় গোনে ।।
Leave a Reply