প্রিয় ভাই আমার
দিলাম চন্দনের
ফোঁটা আর প্রবিত্র দোয়া
বেঁধেছি তোমায় আজ
——“ভাই ফোঁটার আশীর্বাদে”
প্রিয় ভাই
করিবো তোমার যতন
রাখিবো তোমায় স্নেহ-আদরে
দেবো না আর যেতে দূরে
থাকবে তুমি আমারই কাছে কাছে
আর নয়
আর কোথাও যাবে না দূরে
হারাতে চাইনা আমি তোমারে
রাখিও মনের কোটরে
তোমারই এই প্রিয় বোনেরে
প্রার্থনা করি
তোমার তরে ভালোবেসে
আজীবন দয়াময় মঙ্গল করুন
আশীর্বাদে রাখুন ভরপুর
তেমার এ জীবন
দোয়া করি
ভাই বোনের এ সম্পর্ক
যেনো অটুট রহে চিরতরে
ভালো থেকো ভাইটি আমার
আসেনা যেন কোন আঘাত—
……….তোমার এ জীবনে…
Leave a Reply